সব

আইসিটির হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা শুরু

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Wednesday 9th March 2016at 8:23 pm
50 Views

25ডেস্ক রিপোর্টঃ দেশের ১৬টি শহরে আইসিটি বিভাগের উদ্যোগে মঙ্গলবার থেকে শুরু হয়েছে জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব।

এদিন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রতিযোগিতার মাধ্যমে প্রথম আঞ্চলিক পর্ব শুরু হয়।

যে ১৬ টি শহরে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে সে শহরগুলো হলো- রংপুর, রাজশাহী, খুলনা, সিলেট, চট্টগ্রাম, বরিশাল, ঢাকা, গোপালগঞ্জ, দিনাজপুর, পাবনা, পটুয়াখালী, টাঙ্গাইল, নোয়াখালী, কুমিল্লা, যশোর ও ময়মনসিংহ।

দেশের হাইস্কুলের শিক্ষার্থীদের কম্পিউটার প্রোগ্রামিংয়ে আগ্রহী করে তুলতে এবং তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ গত বছর থেকে শুরু করেছে এই প্রতিযোগিতা।

প্রতিযোগিতা প্রতিদিন সকাল ৮টায় শুরু হয়ে চলবে দুপুর ২টা পর্যন্ত এবং পরবর্তীতে ফল ও আঞ্চলিক বিজয়ীদের পুরস্কার প্রদান করা হবে।

প্রতিযোগিতা উপলক্ষ্যে ইতিমধ্যে প্রায় ২০০ হাইস্কুলে অ্যাক্টিভেশন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। দেশের মোট এক হাজার হাইস্কুলে চলবে এই কার্যক্রম। প্রায় এক হাজার শিক্ষার্থী কুইজ এবং প্রোগ্রামিং প্রতিযোগিতায় অংশ নেবে বলে আশা আয়োজকদের।

বিজয়ীদের নিয়ে আগামী ১৬ এপ্রিল ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী এবং পলিটেকনিক ইনস্টিটিউটের চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থীরা এতে অংশগ্রহন করছে।

রবি আজিয়াটা লিমিটেড এর পৃষ্ঠপোষকতায় আইসিটি বিভাগের এই আয়োজনের প্রধান বাস্তবায়ন সহযোগী বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন), একাডেমিক সহযোগিতায় কোডমার্শাল এবং পার্টনার হিসেবে রয়েছে কিশোর আলো, এটিএন নিউজ ও বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ) ।

বিস্তারিত জানা যাবে http://www.nhspc.org এবং http://www.facebook.com/nhspcbd ঠিকানায়।


সর্বশেষ খবর