সব

প্রস্তাবিত বানানেও সংশোধন, বদলে গেল ৫ জেলার ইংরেজি নামের বানান

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Tuesday 3rd April 2018at 2:50 pm
115 Views

স্টাফ রিপোর্টারঃ বদলে গেল চট্টগ্রামসহ দেশের পাঁচটি জেলার ইংরেজি নামের বানান। অন্য জেলাগুলো হলো- বরিশাল, বগুড়া, কুমিল্লা ও যশোর । সোমবার প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এ সংক্রান্ত প্রস্তাবটি পাস হয়। সভাশেষে মন্ত্রিপরিষদ সচিব (সমন্বয় ও সংস্কার) এএনএম জিয়াউল আলম সাংবাদিকদের বলেন, ‘গেজেট পাস করে এখন প্রস্তাবটি বাস্তবায়ন করা হবে।’

এতদিন চট্টগ্রাম জেলা ও বিভাগের ইংরেজি বানান ছিল ঈযরঃঃধমড়হম যা এখন বাংলা নামের সঙ্গে মিলিয়ে ঈযধঃঃড়মৎধস করা হয়েছে। চট্টগ্রামের প্রস্তাবিত বানান ছিল ঈযধঃঃধমৎধস।

এছাড়া বরিশালের ইংরেজি বানান ইধৎরংধষ-এর স্থলে ইধৎরংযধষ এবং বগুড়ার বানান ইড়মৎধ-এর স্থলে ইড়মঁৎধ করা হয়েছে। বগুড়ার প্রস্তাবিত নামের বানান ছিল ইধমঁৎধ।

যশোরের বানান ঔবংংড়ৎব-এর বদলে ঔধংযড়ৎব এবং কুমিল্লার বানান ঈড়সরষষধ-এর স্থলে ঈঁসরষষধ করা হয়েছে। কুমিল্লার প্রস্তাবিত নামের বানান ছিল কঁসরষষধ।

এরআগে নিকার সভার জন্য মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম স্বাক্ষরিত এক সারসংক্ষেপে বলা হয়, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাংলা নামের সঙ্গে সামঞ্জস্য রেখে নাম পরিবর্তনের প্রস্তাব পাঠানো হয়।

সারসংক্ষেপে নিকার সভার অনুমোদক্রমে ২০০০ সালে ‘নবাবগঞ্জ’ জেলার নাম পরিবর্তন করে ‘চাঁপাইনবাবগঞ্জ’ করার উদাহরণ তুলে ধরা হয়।

উল্লেখ্য, এর আগে ১৯৮২ সালে রাজধানী ঢাকার নামের ইংরেজি বানান উধপপধ থেকে পরিবর্তন করে উযধশধ করা হয়েছিল।


সর্বশেষ খবর