মালয়েশিয়ায় ২৭ বাংলাদেশিকে উদ্ধার
প্রবাস ডেস্কঃ মালয়েশিয়ার একটি বন্দিশালা থেকে অবৈধ ২৭ বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে। পুলিশের একটি অভিযানে বাটারওর্থের দুটি স্থান থেকে তাদের উদ্ধার করা হয়।
মালয়েশিয়ার পিনাংয়ের পুলিশ প্রধান কমান্ডার আব্দুল গাফার রাজাব বুধবার সংবাদ সম্মেলনে জানান, তারা রুটি আর পানি খেয়ে ছিলেন। সবাইকে দুর্বল ও রুগ্ন দেখাচ্ছিল বলেও তিনি জানান।