সব

স্বাস্থ্য পরীক্ষার পর কারাগারে খালেদা

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Saturday 7th April 2018at 7:05 pm
127 Views

স্টাফ রিপোর্টারঃদুই ঘণ্টা হাসপাতালে থাকার পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ফের পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগার নেয়া হয়েছে।

বন্দি হওয়ার দুই মাস পর কড়া নিরাপত্তার মধ্যে শনিবার সকালে স্বাস্থ্য পরীক্ষার জন্য কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নেয়া হয় বিএনপি চেয়ারপারসনকে।

সেসময় তাকে পাহারা দিয়ে আসা ঢাকার যুগ্ম পুলিশ কমিশনার শেখ নাজমুল আলম সাংবাদিকেদর বলেন, আমাদের দায়িত্ব ছিল উনাকে নিরাপদে হাসপাতালে পৌঁছে দেয়া। স্বাস্থ্য পরীক্ষার পর উনাকে পুনরায় কারাগারে পৌঁছে দিতে হবে, আমার কাছে এটুকু তথ্য রয়েছে।

এদিকে হাসপাতালে পৌঁছার পর খালেদা জিয়া হেঁটেই কেবিন ব্লকের লিফটে ওঠেন। গতকাল শুক্রবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া অসুস্থ। তবে তার মনোবল শক্ত আছে।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ড হয়। এরপর পুরান ঢাকার পুরোনো কেন্দ্রীয় কারাগারকে বিশেষ কারাগার ঘোষণা দিয়ে খালেদা জিয়াকে সেখানে রাখা হয়।


সর্বশেষ খবর