সব

একাদশ নির্বাচন: সেনা মোতায়েনের পক্ষে সিইসি

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Sunday 8th April 2018at 4:23 pm
129 Views

স্টাফ রিপোর্টারঃ একাদশ জাতীয় নির্বাচনে সেনা মোতায়েন করার পক্ষে মত দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার ভার পুরো নির্বাচন কমিশনের বলে মনে করেন তিনি।

 

রোববার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক আলোচনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি এ কথা বলেন।

 

তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনে সেনা মোতায়েন হওয়া উচিত। বিগত জাতীয় নির্বাচনগুলোতে সেনা মোতোয়েন করা হয়েছিল।

 

প্রধান নির্বাচন কমিশনার বলেন, আমি ব্যক্তিগতভাবে একবারও বলিনি যে সেনা মোতায়েন হবে না। তবে এটি আমার একার সিদ্ধান্তের বিষয় নয়। ইসির আরও পাঁচ সদস্য আছেন, তারা মিলেই এটি সিদ্ধান্ত নেবেন।

 

নুরুল হুদা বলেন, তিনি জাতীয় নির্বাচনে সেনা চাইলেও স্থানীয় সরকার নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের পক্ষে নন।

 

‘স্থানীয় সরকার নির্বাচনে সেনা মোতায়েন করা উচিত বলে আমি একদম মনে করি না,’ বলেন তিনি।

 

আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইলেকশন ওয়ার্কিং গ্রুপ (ইডব্লিউজি) এ আলোচনাসভার আয়োজন করে। এতে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন। সভায় তারা সেনা মোতায়েন প্রসঙ্গে কথা বলেন।


সর্বশেষ খবর