বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর ভ্যাট: অর্থমন্ত্রী
স্টাফ রিপোর্টারঃ ২০১৮-১৯ অর্থবছর থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) আরোপ করার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
এছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের উপর ভ্যাট আরোপ করা হবে। তবে ছাত্রদের উপর নয়।পাশাপাশি চার্জ বসানো হবে ফেসবুক, গুগলের আয়ের ওপর।
সোমবার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদকদের সঙ্গে প্রাক বাজেট বৈঠক শেষে একথা জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি আরও বলেন, বাংলাদেশে প্রচারিত ভারতীয় চ্যানেলের ল্যান্ডিং ফি বাড়িয়ে ভরতের ফির সঙ্গে সমন্বয় করা হবে।
রাষ্টীয় অতিথি ভবন পদ্মায় সোমবার সন্ধ্যায় এ বৈঠক শুরু হয়। রাত ১০টায় বৈঠক শেষে সাংবাদিকদের অর্থমন্ত্রী বলেন, বর্তমানে নিউজপ্রিন্ট আমদানীর উপর ৫শতাংশ আমদানী শুল্ক, ১২ শতাংশ ভ্যাট ও ৫ শতাংশ এআইটি আরোপ আছে।
আগামী বাজেটে ভ্যাট ও এআইটি সমন্বয় করে কমানো হবে। আমদানী শুল্ক ঠিক থাকবে। কর্পোারেট ট্যাক্স কমানো প্রসঙ্গে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ৩৫ থেকে ৪২ শতাংশ পর্যন্ত কয়েকটি স্তর রয়েছে। তবে আসন্ন বাজেটে কর্পোরেট কর হার কমিয়ে দুটি স্তর রাখার চেষ্টা করা হবে।
ফেসবুক ও গুগলে বিজ্ঞাপন সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। বাজেটে ফেসবুক, গুগলসহ সামাজিক যোগাযোগ মাধ্যমের বিজ্ঞাপনের আয়ের ওপর চার্জ আরোপ করা হবে। এটি করা সহজ কিনা সাংবাদিকরা জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ইয়েস সম্ভব। অনেক দেশেই তা আছে। এ বাজেটেই করা হবে এটি।
ভারতীয় চ্যানেল প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ভারতে বাংলাদেশের চ্যানেল প্রচারের ক্ষেত্রে ল্যান্ডিং ফি কোটি কোটি টাকা নেয়া হচ্ছে। কিন্তু ভারতের চ্যানেল বাংলাদেশে প্রচারের ক্ষেত্রে মাত্র ৫০ হাজার টাকা ফি রয়েছে। এটি আগামী বাজেটে তাদের সমান করা হবে। তথ্যমন্ত্রণালয় এ উদ্যোগ চাক বা না চাক আমি সেটা করব।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর ভ্যাট আরোপ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, কর্তৃপক্ষের উপর এই ভ্যাট আরোপ করা হবে। কর্তৃপক্ষ কিভাবে পরিশোধ করবে এটি তাদের বিষয়। তবে ছাত্রদের কাছ থেকে ভ্যাট নেয়া হবে না।
অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, বৈঠকে সম্পাদকরা জাতীয় চরিত্র নিয়ে বেশি আলোচনা করেছেন। তাদের বক্তব্য হচ্ছে, আমরা বক্তব্য দেয়ার সময় ভালো ভালো কথা বলি। কিন্তু বেশিরভাগ বাস্তবায়ন হয় না। এটি আমাদের জাতীয় চরিত্রে পরিণত হয়েছে।