রোনালদোর গোলে সেমিতে রিয়াল
স্পোর্টস ডেস্কঃ ম্যাচের একেবারে শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করছেন রোনালদো।গত সপ্তাহে তুরিনে গিয়ে জুভেন্তাসের বিরুদ্ধে জোড়া গোল করে নায়ক হয়েছিলেন তিনি।
পাশাপাশি, মার্সেলোকে দিয়ে গোল করিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম পর্বে রিয়াল মাদ্রিদকে ৩-০ জিতিয়ে ফিরেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
বুধবার রাতে রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বোর্নাবাউয়ে ফিরতি পর্বের ম্যাচে জুভেন্তাসের বিরুদ্ধে জিনেদিন জিদানের দল হারল ১-৩।
তবে দুই পর্ব মিলিয়ে রিয়ালের পক্ষে ফল দাঁড়াল ৪-৩। ফলে হাড্ডাহাড্ডি ম্যাচের পরে শেষ চারে চলে গেলেন রোনালদোরা। ঘরের মাঠেও থেকে গোল করে রিয়াল মাদ্রিদের নায়ক সেই রোনালদোই।
প্রথমার্ধেই মান্দজুকিচের জোড়া গোলে ২-০ এগিয়ে গিয়েছিল জুভেন্তাস। দ্বিতীয়ার্ধে ব্লেইস মাতুইদি গোল করে ৩-০ এগিয়ে দেন ইতালির দলটিকে।
দুই পর্ব মিলিয়ে ৩-৩ হয়ে যাওয়ার পরে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে যেতে পারবেন কি না তা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছিল রিয়াল সমর্থকদের মনে। শেষ পর্যন্ত সমর্থকদের সেই আশঙ্কা মুক্ত করেন রোনালদো।
ইনজুরি টাইমে জুভেন্তাস বক্সে রিয়ালের লুকাস ভাসকুয়েসকে ফাউল করা হলে রেফারি পেনাল্টি দেন।
পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে জুভেন্তাস ফুটবলাররা প্রতিবাদ জানাতে গেল লাল কার্ড দেখানো হয় জুভেন্তাস গোলকিপার জানকুইজি বুফনকে। পেনাল্টি থেকে গোল করেন রোনালদো।