সব

আপনি তো নিজের ভোটও দিতে পারেননি: প্রধানমন্ত্রীকে রিজভী

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Friday 13th April 2018at 3:28 pm
113 Views

স্টাফ রিপোর্টারঃ বিএনপি সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, “সাধারণ শিক্ষার্থীদের কোটা সংস্কারের ন্যায্য আন্দোলনও বৃথা যায়নি। দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় বিএনপির ন্যায্য আন্দোলনও অচিরেই সফল হবে।”

আজ (শুক্রবার) বেলা ১১টার দিকে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

রিজভী বলেন, “বেগম খালেদা জিয়ার মুক্তি এবং মানুষের ভোটের অধিকার ফিরে পেতে যে আন্দোলন চলছে, তার বিজয় সন্নিকটে। কেউ দমিয়ে রাখতে পারবে না।”

তিনি বলেন, “আমাদের সুস্পষ্ট দাবি, সর্বপ্রথম দেশনেত্রী বেগম জিয়াকে মুক্তি দিতে হবে, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। এর ব্যতয় হলে জনগণ আর অপেক্ষা করবে না। বেগম খালেদা জিয়ার মুক্তি এবং শেখ হাসিনার পতন এক সঙ্গে সংঘটিত হবে।”

বিএনপির এই নেতা বলেন, “প্রধানমন্ত্রী বৃহস্পতিবার (১২ এপ্রিল) সংসদে বলেছেন- জনগণ ভোট দিলে আগামীতে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে। আমরা তার কাছে প্রশ্ন রাখতে চাই- আপনি কী জনগণের ভোটে নির্বাচিত হয়ে এখন প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন? আপনি তো নিজের ভোটও নিজেকে দিতে পারেননি। আপনাদের মুখে ভোট চাওয়ার বুলি রসিকতা ছাড়া আর কিছুই নয়।”

কোটা সংস্কার আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “জনগণ এবার মুখিয়ে আছেন। তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেই। যেকোনো ন্যায্য দাবির আন্দোলন কখনো বৃথা যায় না। সাধারণ শিক্ষার্থীদের কোটা সংস্কারের ন্যায্য আন্দোলনও বৃথা যায়নি। দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় বিএনপির ন্যায্য আন্দোলনও অচিরেই সফল হবে।”

রিজভী বলেন, “আন্দোলনের কাছে সরকার যেভাবে মাথানত করেছে, তাতে যুবক-যুবতী, তরুণ-তরুণী’সহ সাধারণ মানুষের ভোটের অধিকার ফিরে পাওয়া, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও মানুষের অধিকার প্রতিষ্ঠার ন্যায্য আন্দোলনও বৃথা যাবে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই সেই আন্দোলনে বিজয় অর্জিত হবে।”

হুঁশিয়ারি দিয়ে তিনি আবারও বলেন, “বেগম জিয়াবিহীন এদেশে আর কোনো জাতীয় নির্বাচন হবে না, জনগণ হতে দেবে না।”

আপনি তো নিজের ভোটও দিতে পারেননি: প্রধানমন্ত্রীকে রিজভী

 


সর্বশেষ খবর