অভিযান শুরু তুরস্কের পিকেকে বিরোধী
ঢাকা: তুরস্ক দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চল ও ইরাকে কুর্দিস্তান ওয়ার্কাস পার্টি (পিকেকে) বিরোধী নিরাপত্তা অভিযান শুরু করেছে। রাজধানী আঙ্কারায় আত্মঘাতী বোমা হামলার পর এ অভিযান শুরু করেছে দেশটি। খবর বিবিসির।
খবরে বলা হয়, জঙ্গিদের লক্ষ্য করে ১৮টি হামলা চালিয়েছে নিরাপত্তা বাহিনী।
তুরস্কের রাষ্ট্রপতি রেসিপ তায়েপ এরদোয়ান সন্ত্রাসবাদ নির্মূলের যে প্রত্যয় ব্যক্ত করেছেন তার অংশ হিসেবে এ পিকেকে বিরোধী অভিযান শুরু করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। সোমবার আঙ্কারার ওই বোমা হামলায় ৩৭ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে সন্দেহভাজন এক আত্মঘাতী নারী বোমারু রয়েছে।
তুরস্ক মিডিয়ার খবর অনুযায়ী দেশটির দক্ষিণ-পূর্ব সানলিউরফা শহরে ওই আত্মঘাতী হামলা চালানো হয়।
কর্মকর্তারা জানায়, বোমা হামলায় ব্যবহৃত গাড়িটিতে স্থানীয় একটি শোরুমের লোগো লাগানো ছিল।
এ হামলার ঘটনায় তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে কারফিউ জারি করা হয়েছে।
প্রাথমিকভাবে কোনো পক্ষ এ হামলার দায় স্বীকার করেনি।