সব

সেনাদের ফিরিয়ে আনার ঘোষণা দিল রাশিয়া

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Tuesday 15th March 2016at 12:43 pm
51 Views

35আন্তর্জাতিক ডেস্কঃ হঠাৎ করেই সিরিয়া থেকে সেনাদের ফিরিয়ে আনার ঘোষণা দিল রাশিয়া।

মঙ্গলবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমের পুতিন। সোমবার ক্রেমলিনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

মস্কোয় প্রেসিডেন্ট ভবনে পুতিন বলেন, ছয় মাস হয়ে গেল জঙ্গীদের দমনে সিরিয়ায় সৈন্য পাঠিয়েছিলাম আমরা। আর যে লক্ষ্যে আমাদের সেনারা সেখানে গিয়েছিল, সে লক্ষ্যের অনেকখানিই অর্জন হয়ে গেছে।

আর তাই সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সাথে আলোচনার পর দেশটি থেকে সৈন্যদের ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছি আমরা।

বিবিসি জানিয়েছে, সিরিয়ায় বর্তমানে ৭ হাজারের বেশি রাশিয়ার সৈন্য অবস্থান করছে। আর কতদিনে এই সেনাদের প্রত্যাহার শেষ হবে, সে বিষয়ে কিছু স্পষ্ট করেননি রুশ প্রেসিডেন্ট।

এছাড়া দুই দেশের সমঝোতা সিদ্ধান্ত অনুযায়ী সিরিয়ার ভূ-খণ্ড থেকে প্রত্যাহার করা হলেও দেশটির তারতুস বন্দর ও লাটাকিয়া প্রদেশের হিমেইমিম বিমান ঘাঁটিতে রুশ সৈন্য থাকবে বলে জানিয়েছেন প্রেসিডেন্টের বিশেষ সহকারী দিমিত্রি পেসকভ।


সর্বশেষ খবর