সব

যমুনা (ছন্দে ছন্দে কবিতা/সুরে সুরে দেশাত্মবোধক গান) এস.এ.খালেক

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Thursday 3rd May 2018at 1:05 pm
FILED AS: ভিডিও
250 Views

https://www.youtube.com/watch?v=5nd0wjspCVU

 

যমুনা তোমায় দেখিনা আমি যেন হয়েছে অনেক দিন। তবে তোমার কথা ভাবি মনে যেন প্রায় প্রতিদিন। যমুনা তোমাকে এজনমে কোনকালে যাবনাকো ভুলে। তোমার বুকে কতো যে চলেছি নৌকায় পাল তুলে তুলে। জীবনের শৈশব-কৈশর-যৌবনে কতো যে দিয়েছি ডুব তোমার ঘোলাজলে। ডুব দিয়ে যেন চলেগেছি একেবারে অথৈজলের গভীর তলে। যমুনা তোমায় দেখিনা আমি যেন হয়েছে অনেক দিন। তবে তোমার কথা ভাবি মনে যেন প্রায় প্রতিদিন। যমুনা আষাঢ়ে যখন তোমার শাখা নদীগুলো জলে টইটম্বুর হয়ে ভরে যেতো তোমার শাখা নদীজল মোদেরে অনেক আনন্দ দিতো। তোমার ঐ শাখানদীতে সঁাতার কেটে আমি কতো যে এপার থেকে ওপার চলেগেছি। তোমার ঐ শাখানদীর একপার থেকে আরেকপার যেতে উজান থেকে কত যে আমি ভাটা দিয়েছি। যমুনা তোমায় দেখিনা আমি যেন হয়েছে অনেকদিন। তবে তোমার কথা ভাবি মনে যেন প্রায় প্রতিদিন। যমুনা মায়ের কোলে শিশু যেমন মনের আনন্দে খেলে হেসে হেসে। যমুনা আমি তোমার অথৈজলে তেমন মনের আনন্দে সাঁতারকাটা খেলা খেলেছি ভেসে ভেসে। যমুনা তুমি আমার প্রাণপ্রিয় নদীমা। ওগো নদীমা তোমাকে কভু ভুলবোনা। যমুনা তুমি যে নদ নও, তুমি যে নদী। যমুনা নদীমা হিসেবে তোমায় আমি ভালবাসি আজ অবধি। যমুনা তোমায় দেখিনা আমি যেন হয়েছে অনেকদিন। তবে তোমার কথা ভাবি মনে যেন প্রায় প্রতিদিন।


সর্বশেষ খবর