রমজানে রাস্তা ও ফুটপাত হকারমুক্ত থাকবে: ডিএমপি
স্টাফ রিপোর্টারঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আসাদুজ্জামান মিয়া বলেছেন, রমজানে রাস্তায় যানজট কমাতে ট্রাফিক বিভাগকে রাস্তা ও ফুটপাত হকারমুক্ত রাখার নির্দেশ দেয়া হয়েছে। ডিএমপির সদর দপ্তরে আয়োজিত রমজান ও ঈদ উপলক্ষে ট্রাফিক ব্যবস্থাপনা ও হকার নিয়ন্ত্রণে বিশেষ সভায় শনিবার তিনি এ নির্দেশ দেন।
ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে রাস্তা, শপিংমল, স্টেশন ও টার্মিনালকেন্দ্রিক বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। যানজট ট্রাফিক পুলিশের একার পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। সকলের সহযোগিতা নিয়ে যানজট নিয়ন্ত্রণ করতে হবে। রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে নির্মাণসামগ্রী রাখলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান এই কর্মকর্তা।