সব

পরিকল্পিতভাবে নির্মূলের চেষ্টা চলছে

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Wednesday 16th March 2016at 10:15 pm
38 Views

6স্টাফ রিপোর্টারঃ বিএনপিকে অত্যন্ত সুপরিকল্পিতভাবে নির্মূলের চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনের বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন মিলনায়তনে এক দোয়া মাহফিল ও স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘খোন্দকার দেলোয়ার হোসেন স্মৃতি পরিষদ’এ অনুষ্ঠানের আয়োজন করে।

নূতন মাত্রার সম্পাদক কবি আল মুজাহিদীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন-ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ, আবদুল্লাহ আল নোমান, বিএনপির ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান, যুববিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-দপ্তর সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম প্রমুখ।

মির্জা ফখরুল বলেন, বিএনপির সামনে বড় দুঃসময়। কঠিন পরীক্ষার মধ্য দিয়ে বিএনপি চলছে। কেননা, অত্যন্ত সুপরিকল্পিতভাবে বিএনপিকে নির্মূল করার চেষ্টা চলছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে প্রায় ১২টি মামলা, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ৩১টি মিথ্যা মামলা দেওয়া হয়েছে।

তিনি বলেন, দলের শীর্ষ নেতাদের মধ্যে এমন কেউ নেই, যাদের নামে ১০ থেকে ৯০টির অধিক মামলা নেই। এটা শুধু শীর্ষ নেতাদের বিরুদ্ধেই নয়, গ্রাম ও ইউনিয়ন পর্যায়েও নেতাদের বিরুদ্ধে মামলা, গ্রেফতার, হামলা, নির্যাতন ও হত্যা করে বিএনপিকে ধ্বংস করার চেষ্টা চালানো হচ্ছে।

তবে ইতিহাস বলছে, নির্যাতন-নিপীড়ন করে বিএনপিকে ধ্বংস করা যায় না। কারণ, বিএনপির রাজনীতি হলো এ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের রাজনীতি। বিএনপিকে যতবারই ধ্বংস করার চেষ্টা হয়েছে, ততবারই সেই ধ্বংসস্তুপ থেকে ফিনিক্স পাখির মতো উঠে দাঁড়িয়েছে। সুতরাং এই দলকে নির্মূল কিংবা ধ্বংস করা যাবে না।

কাউন্সিলে বাধার অভিযোগ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রচুর বাধা-বিপত্তি উপেক্ষা করে ১৯ মার্চ আমরা জাতীয় কাউন্সিল করতে যাচ্ছি। এতো বাধা-বিপত্তির পরেও অদম্য আগ্রহ ও উৎসাহ নিয়ে বিএনপির তৃণমূল পর্যায় থেকেও কাউন্সিলকে সফল করার চেষ্টা চলছে। সুতরাং কাউন্সিল সফল হবেই।


সর্বশেষ খবর