সব

মন্ত্রী-সচিবরা পাবেন ৭৫ হাজার টাকা মূল্যের মোবাইল

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Monday 21st May 2018at 8:26 pm
122 Views

স্টাফ রিপোর্টারঃ মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ও সচিবরা পাবেন ৭৫ হাজার টাকা মূল্যের মোবাইল সেট। যেহেতু ভালো অ্যান্ড্রয়েড সেট কিনতে কমপক্ষে ৭৫ হাজার টাকার নিচে সম্ভব নয়, তাই তাদের জন্য এ টাকা বরাদ্দ দিয়ে একটি আইনের খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ সংক্রান্ত ‘সরকারি টেলিফোন, সেলুলার, ফ্যাক্স ও ইন্টারনেট নীতিমালা-২০১৮’-এর খসড়া অনুমোদন দেয়া হয়েছে।

সোমবার সচিবালয়ে বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মাদ শফিউল আলম সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, এ সংক্রান্ত একটি নীতিমালা ২০০৪ সাল থেকে ছিল। নীতিমালাটি সংশোধন করে আইন আকারে করা হচ্ছে। নীতিমালায় সুপ্রিম কোর্টের বিচারকদের মোবাইল বরাদ্দের সুযোগ ছিল না। এ আইনে তা যুক্ত করা হচ্ছে। তবে এখনই ঠিক করা হয়নি তাদের কত টাকা মূল্যের মোবাইল সেট দেওয়া হবে। পরে এ আইনের সাথে তা যুক্ত করা হবে।

শফিউল আলম বলেন, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ও সচিবদের জন্য মোবাইল বিল নির্ধারিত নয়। পোস্টপেইড পদ্ধতিতে সরকারি কোষাগার থেকে তাদের মোবাইলের মাসিক বিল পরিশোধ করা হবে। তবে অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব ও উপসচিবদের জন্য মোবাইল বিল বাড়ানো হয়েছে এ আইনে। আগে তাদের প্রতি মাসে বিল বাবদ প্রদান করা হতো ৬০০ টাকা। এখন তা বাড়িয়ে করা হয়েছে ১৫০০ টাকা। তবে এ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের মোবাইল সেট প্রদান করবে না সরকার।


সর্বশেষ খবর