সব

রোহিঙ্গা ক্যাম্পে প্রিয়াঙ্কা চোপড়া

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Monday 21st May 2018at 8:53 pm
140 Views

স্টাফ রিপোর্টারঃ বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া এখন বাংলাদেশে অবস্থান করছেন। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের গুডউইল অ্যাম্বাসেডর হিসেবে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের উদ্দেশ্যে তার এই সফর।

আজ সোমবার সকালে ঢাকা থেকে কক্সবাজার রওনা হন এই অভিনেত্রী। অফিসিয়াল ইনস্টাগ্রামে বাংলাদেশে অবস্থান করার বিষয়টি আগেই নিজেই নিশ্চিত করেছিলেন ৩৫ বছর বয়সী এই তারকা।

পরে নিজের ফেসবুক পেজে কক্সবাজাররে রওয়ানা দেয়ার বিষয়টি নিশ্চিত করেন ভারতীয় এই অভিনেত্রী।

জানা গেছে, বাংলাদেশে সফরে দুই দিন অবস্থান করবেন এই তারকা। এই সফরে তিনি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন।

যুক্তরাজ্যে বান্ধবী মেগানের সঙ্গে প্রিন্স হ্যারির বিয়েতে অংশ নেয়ার পর লন্ডন থেকে ঢাকা আসেন এই অভিনেত্রী। ঢাকা থেকে সোমবার সকালে কক্সবাজারে যান তিনি।


সর্বশেষ খবর