স্বপ্নের আমেরিকায় গিয়ে লাশ হয়ে ফিরলেন পাক তরুণী!
আন্তর্জাতিক ডেস্কঃ ইচ্ছে ছিল ভবিষ্যতে কূটনীতিক বা প্রশাসনিক কাজের সঙ্গে যুক্ত হওয়ার। ইয়েস এক্সচেঞ্জ প্রোগ্রামের অংশ হিসেবে দেশ ছেড়ে স্বপ্নের দুনিয়ায় পাড়ি দিয়েছিল বছর সতেরোর সাবিকা শেখ। কিন্তু স্বপ্নভঙ্গ হল সেখানেই। টেক্সাসের সান্টা ফে হাইস্কুলে বন্দুকবাজের হামলায় মৃত্যুমিছিলে রয়েছে পাকিস্তানের কিশোরীও।
স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশ নিয়ে আমেরিকায় গিয়ে ভালই সময় কাটছিল সাবিকার। ৯ জুন দেশে ফেরার কথা ছিল। পাকিস্তানেই পরিবারের সঙ্গে ইদ পালন করবে ভেবেছিল সে। কিন্তু মার্কিন সংস্কৃতির স্বাদ নিতে গিয়ে নিজেই বলি হল সে দেশের নিয়মিত বন্দুকহামলায়। দেশে ফিরছে সাবিকার কফিনবন্দি দেহ। তার আগে হিউস্টনে তার শোকসভায় জমায়েত হয়েছিল প্রচুর মানুষ।
সাবিকা মনে করত, পাকিস্তানে প্রচুর প্রতিভা রয়েছে, কিন্তু সামগ্রিক ভাবে সে দেশের সম্পর্কে নেতিবাচক ধারণা রয়েছে সর্বত্র। সেই ধারণাকেই বদলে দিতে বদ্ধপরিকর ছিল সাবিকা। তা আর হয়ে উঠল না। মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেয়ো শনিবার নিহতদের স্মরণে এক শোকসভায় বলেন, ‘‘সাবিকা চেয়েছিল আমেরিকা ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক আরও মজবুত করতে।’’