সব

বিরামপুরে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে নিহত-১

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Tuesday 22nd May 2018at 12:30 pm
163 Views

সামিউল আলমঃ দিনাজপুরের বিরামপুরে পৌরসভার মিরপুর এলাকায় পুলিশের সাথে বন্দুক যুদ্ধে প্রবল হোসেন (৩৫) নামের এক ব্যাক্তি নিহত হয়েছে। নিহত প্রবল হোসেন উপজেলার দক্ষিন দামোদরপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে।

জানা গেছে, মঙ্গলবার (২২ মে) ভোর-রাতে প্রায় ৩ টার সময় স্থানীয় থানা
পুলিশের একটি দল উক্ত এলাকায় টহল দিচ্ছিল। এসময় মাঠের দিকে ১০-১২ জন দুর্বিত্ত তাদের লক্ষ করে গুলি চালায়। এমতাবস্থায় পুলিশও পাল্টা গুলি করলে প্রবল হোসেন নিহত হয়। বাকিরা ধাওয়া খেয়ে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। দুর্বিত্তরা সকলেই মাদক ব্যাবসায়ী বলে ধারনা করছে পুলিশ।

দুর্বিত্তদের ছোঁড়া গুলিতে পুলিশের দুই এস.আই রাম চন্দ্র ও খুরশিদ
আলম আহত হন। তাদেরকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম
মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনাস্থল থেকে পুলিশ ১টি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি ও ৫টি
ককটেলসহ ৯২ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে বলে জানিয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সবুর ঘটনার সত্যতা স্বীকার
করেছেন।


সর্বশেষ খবর