বিরল রোগে আক্রান্ত মুক্তামনি আর নেই
স্টাফ রিপোর্টারঃ রক্তনালিতে টিউমারের মতো বিরল রোগে আক্রান্ত সাতক্ষীরার মুক্তামনি আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে এবং দেশের সব মানুষের ভালোবাসার মায়া কাটিয়ে আজ বুধবার সকালে মুক্তামনি না ফেরার দেশে চলে যায়।
মুক্তামনির নানা ফকির আহমেদ বলেন, ‘আজ সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার কামারবায়সা গ্রামের নিজ বাড়িতে সে মারা যায়।’
পরিবারের সদস্যরা জানায়, কয়েকদিন ধরেই মুক্তামনির শরীর ভালো যাচ্ছিল না। হাতের তীব্র জ্বালা-যন্ত্রণায় নির্জীব হয়ে পড়ছিল সে। টানা ছয় মাসের উন্নত চিকিৎসার পর হাসপাতাল থেকে ছাড়া পাওয়া মুক্তামনির ক্ষতস্থানে ফের পচন ধরে। ডান হাতের ক্ষত স্থানের পচা জায়গা থেকে বেরিয়ে আসছিল ছোট-ছোট পোকা।
মুক্তার মা আসমা খাতুন গত সোমবার জানিয়েছিলেন, পরিবারের পক্ষ থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তারা বলেছে, ঈদের পর ঢাকায় নিয়ে যেতে।
কিন্তু তার আগেই সবাইকে কাঁদিয়ে মুক্তামনি না ফেরার দেশে চলে যায়। এ সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে।