কাউকে আমরা ক্রসফায়ারে দেই না : স্বরাষ্ট্রমন্ত্রী
স্টাফ রিপোর্টারঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘কাউকে আমরা ক্রসফায়ারে দেই না।’ তিনি বলেন, ‘সমস্ত গোয়েন্দা বাহিনী স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের কাছে পূর্ণাঙ্গ তালিকা দিয়েছে; কারা মাদকের সঙ্গে জড়িত, কারা মাদকের ব্যবসা করে। আমরা তাদের বিচারের মুখোমুখি করার চেষ্টা করছি।’
আজ বুধবার খুলনায় জলদস্যু বাহিনীর আত্মসমর্পণের সময় এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। লবনচোরায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র্যাব) কার্যালয়ে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অনেকেই আমাকে বারবার প্রশ্ন করছেন, রাতে টিভিতেও এ সমস্ত কথা বলা হয়ে থাকে; ক্রসফায়ার হয়েছে, বিনা কারণে গুলিবিদ্ধ হয়েছে। আমি স্পষ্ট করে বলে দিতে চাই আমাদের নিরাপত্তা বাহিনী কোনো অবস্থাতেই তাদের ওপর গুলি করে না যতক্ষণ পর্যন্ত তারা চ্যালেঞ্জের মুখোমুখি না হয়। আমাদের কাছে যে লিস্ট রয়েছে সে লিস্ট অনুযায়ী আমাদের নিরাপত্তা বাহিনী তাদের খুঁজছে।’
আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘যখন চ্যালেঞ্জ করা হয় তখনই নিরাপত্তা বাহিনী নিজেদের রক্ষা করতে গুলি করতে বাধ্য হয়।’ তিনি বলেন, ‘এ ঘটনায় আমাদের পুলিশ সদস্য, র্যাবের সদস্যও আহত হচ্ছেন।’