উত্তরায় সর্ব প্রথম, সবচেয়ে বড় আরজেন্টিনার পতাকা
ডেস্ক রিপোর্টঃ রাজধানী উত্তরায় সর্ব প্রথম, সবচেয়ে বড় আরজেন্টিনার পতাকা উড়িয়ে রেকর্ড করে নিয়েছে উত্তরার সুনাম ধন্য চাইনিজ রেষ্টুরেন্টের আরজেন্টিনার ভক্তবৃন্দ। আজ বুধবার উওরা নয় নং সেক্টর আকাশ প্লেজা ভিবা চাইনিজে আনুমানিক ১.৫০ মিনিটে পতাকা উড়িয়ে ঢাকা ময়মনসিংহ লাক্ষ মানুষের নজর কেরে নেয়। এসময় উপস্থিত ছিলেন, ভিবা চাইনিজ রেস্টুরেন্টের একাউন্টস ম্যানেজার ও জাতীয় সাপ্তাহিক শেষ সংবাদের বার্তা সন্মপাদক মোঃ শাহজালাল জুয়েল।
জুয়েল বলেন, ১৬ জুন ২০১৮ ইং এর প্রথম আরজেন্টিনার খেলা উপলক্ষে ৬৫ ফিটের পতাকা উড়িয়ে আরজেন্টিনা দলকে শুভেচ্ছা জানানো হয়েছে। ফুটবল বিশ্বকাপ নিয়ে বাংলাদেশে যে উত্তেজনা চলে তা অন্য কোনো দেশে পাবেননা। তিনি বলেন, মানুষে মানুষে সম্প্রীতির বার্তা নিয়ে অনলাইন ও ইউটিউবে মুক্তি পেলো রাশিয়া বিশ্বকাপ ফুটবল ২০১৮ নিয়ে গান। ‘বিশ্ব তোমার দৃষ্টি ফেরাও’ শিরোনামের গানটি লিখেছেন এবং সুর করেছেন মাহবুবুল এ খালিদ। ফুটবল বিশ্বকাপ আনন্দ ভাগ করে নিতে আমাদের এই আয়োজন।
পতাকা উড়ানোর সময় রেস্টুরেন্টের ম্যানেজার মোঃ সাজ্জাদ সাহেবসহ স্টাফদের মধ্যে আরোও উপস্থিত ছিল- অপু, বৃষ্টি, রেশমা, আনোয়ার, আবির, মোজারুল, জেসিকা, রিয়া, তারেক, আশিক, রাতুল প্রমুখসহ আরো অনেকেই।