সিরিয়ায় রাতভর যুদ্ধে ৪ রাশিয়ান সেনা নিহত
আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ার পূর্বাঞ্চলীয় দায়ের ইজ্জর (উবরৎ ঊুুড়ৎ) প্রদেশে এক যুদ্ধে রাশিয়ার চার সেনা নিহত হয়েছেন, দেশটির প্রতিরক্ষা মন্ত্রনালয় সূত্রে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
রোববার (২৭মে) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রনালয়ের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, আরব রিপাবলিক সিরিয়ায় জঙ্গীদের হামলায় রাশিয়ার চার সেনা সদস্য নিহত হয়েছেন।
বিবৃতিতে আরো বলা হয়, কয়েকটি ভাসমান সন্ত্রাসী গোষ্ঠী সিরিয়ার এক সরকারী অস্ত্রাগারে হামলা চালালে সংঘর্ষের সূত্রপাত ঘটে এবং রাতভর দুই পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়।
এতে ঘটনাস্থলেই রাশিয়ার সেনাবাহিনীর দুই উপদেষ্টা নিহত হন। মারাত্মকভাবে আহত অপর পাঁচ সেনাসদস্যকে রাশিয়ার এক সেনা হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে আহতদের মধ্যে দু’জন মারা যান।
এদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রনালয় দাবি করছে, দুই পক্ষের গুলি বিনিময়ের সময় ৪৩ জঙ্গি নিহত হয়েছে।