সব

যুক্তরাষ্ট্র সফরে উ. কোরিয়ার সাবেক গোয়েন্দা প্রধান

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Tuesday 29th May 2018at 6:34 pm
125 Views

ডেস্ক রিপোর্টঃ যুক্তরাষ্ট্র সফর করছেন উত্তর কোরিয়ার সাবেক গোয়েন্দা প্রধান ও ক্ষমতাসীন সরকারের প্রভাবশালী কর্মকর্তা কিম ইয়ং চল।

আজ (মঙ্গলবার) তিনি বেইজিংয়ে পৌছান। এখানে যাত্রাবিরতি শেষে দুপুরে তার যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে আকাশে ওড়ার কথা রয়েছে।

ধারণা করা হচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের নির্ধারিত বৈঠক সফল করার বিষয়ে যুক্তরাষ্ট্রের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন তিনি। দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

খবরে বলা হয়, কিম ইয়ং চল উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সমঝোতা প্রচেষ্টার সঙ্গে সরাসরি সম্পৃক্ত।দুই কোরিয়ার ঐতিহাসিক বৈঠক সফল করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।

টাইম ম্যাগাজিনের খবরে অনুসারে, কিম ইয়ং চলকে প্রেসিডেন্ট কিম জং উনের ‘ডান হাত’বলে মনে করা হয়। প্রেসিডেন্টের ওপর তার ব্যাপক প্রভাব রয়েছে। এছাড়া, ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস-প্রেসিডেন্ট তিনি।

তার যুক্তরাষ্ট্র সফর থেকে বোঝা যায়, উভয় দেশ বৈঠক সফল করার বিষয়ে আবারও আগ্রহী হয়ে উঠেছে। এর আগে রোববার (২৭ মে) উত্তর কোরিয়া সফর করে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল।


সর্বশেষ খবর