ভারতের কাছে প্রতিদান চাওয়ার হয়নিঃ প্রধানমন্ত্রীর
স্টাফ রিপোর্টারঃ সম্প্রতি ভারত সফরের সময় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে প্রতিদান চেয়েছেন মর্মে সেখানকার প্রভাবশালী বাংলা গণমাধ্যম আনন্দবাজারে যে খবর প্রকাশিত হয়েছিল তা প্রত্যাখ্যান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শেখ হাসিনা বলেন তিনি কারো কাছে কোনো প্রতিদান চাননি। প্রতিদান চাওয়ার অভ্যাস তার নেই। তিনি চাইতে ভালোবাসেন না, দিতে ভালোবাসেন।
আজ (বুধবার) বিকেলে প্রধানমন্ত্রী তার সাম্প্রতিক ভারত সফর নিয়ে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
সাংবাদিক নেতা মঞ্জুরুল আহসান বুলবুল ভারতের আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনের বরাত দিয়ে শেখ হাসিনাকে প্রশ্ন করেন, আপনি প্রতিদান চেয়েছেন কীনা, প্রতিদান চাইলে কোনো সদুত্তর পেয়েছেন কী না।
জবাবে, শেখ হাসিনা জোরালোভাবে এ ধরনের কোনো প্রতিদান চাওয়ার কথা অস্বীকার করে বলেন, প্রতিদান চাওয়ার অভ্যাস আমার নেই।
তিনি বলেন, আমরা ভারতকে অনেক দিয়েছি, ভারতও আমাদের অনেক দিয়েছে। মুক্তিযুদ্ধের সময় এককোটি বাংলাদেশী উদ্বাস্তুকে ভারত আশ্রয় দিয়েছিল।
উল্লেখ্য, শেখ হাসিনা ভারত সফরকালে গত ২৬শে মে ”দিল্লির পাশে থেকেছে ঢাকা, মোদীর কাছে ‘প্রতিদান’ চান হাসিনা”- এই শীরোনামে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, “দিয়েছেন অনেক, প্রতিদানে এ বার ভারতের সহযোগিতা চান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার শান্তিনিকেতনের ‘বাংলাদেশ ভবনে’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একান্ত বৈঠকে এটা স্পষ্ট করে দিয়েছেন হাসিনা।”
আনন্দবাজারের প্রতিবেদনে আরো বলা হয়, “শুক্রবার (২৫ মে ২০১৮) ‘বাংলাদেশ ভবন’ উদ্বোধনের পরে সেখানেই মোদীর সঙ্গে বৈঠকে হাসিনা জানিয়েছেন— তাঁর সরকার উত্তর-পূর্বের জঙ্গিদের দেশছাড়া করেছে, ট্রানজিট দিয়েছে, আন্তর্জাতিক মঞ্চে বরাবর দিল্লির পাশে থেকেছে। বাংলাদেশের নির্বাচনের বছরে এ বার তাই ভারতের সহযোগিতা চাই। কূটনৈতিক সূত্রে খবর, মোদীকে হাসিনা বলেছেন, তাঁর বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্ন ছিল পাকিস্তানি শোষণে ছিবড়ে হয়ে যাওয়া বাংলাদেশকে মর্যাদার সঙ্গে বিশ্বে মাথা তুলে দাঁড় করানো। সেই স্বপ্ন বাস্তবায়নে নেমেছেন তিনি। মুক্তিযু্দ্েধর মতো এই কাজেও ভারতকে পাশে চান। “
প্রতিবেদনে বলা হয়, “মোদীর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে তিনি কী বলবেন, উপদেষ্টাদের সঙ্গে আগেই আলোচনা সেরে এসেছিলেন হাসিনা। তাঁর দফতরের এক সূত্র জানান, হাসিনার বার্তা— মুক্তিযুদ্ধের শক্তিকে সরাতে, বাংলাদেশকে ফের পাকিস্তান বানানোর চক্রান্ত চলছে। আওয়ামি লিগ ক্ষমতা হারালে পশ্চিমে আর পূবে— দু’দিকেই পাকিস্তান নিয়ে ঘর করতে হবে ভারতকে। তাই ভারতের উচিত বাংলাদেশের বর্তমান সরকারই যাতে ক্ষমতায় ফেরে, সে ব্যাপারে প্রয়োজনীয় সহযোগিতা করা।”
আনন্দবাজারের এই প্রতিবেদনের বরাত দিয়ে বিবিসি বাংলাসহ বাংলাদেশের প্রায় সব প্রভাবশালী গণমাধ্যমেই খবরটি পরদিন ২৭মে ব্যাপকভাবে প্রকাশিত হয়।