সব

ঈদে ঘুরতে গিয়ে গাজীপুরে নৌকা ডুবে ৪ শিশুর মৃত্যু

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Saturday 16th June 2018at 8:46 pm
222 Views

 

মুহাম্মদ আতিকুর রহমান: ঈদে ঘুরতে গিয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের বাইমাইল এলাকায় বিলের পানিতে একটি নৌকা ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে।

১৬ জুন শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে বাইমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো ওই এলাকার মীম (৮), সাদিয়া (১০), পারভীন (৮) ও সোহাগ (৭)। তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় পরিচয় জানা যায়নি।

নগরীর ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আব্বাস উদ্দিন খোকন জানান, ঈদের দিন আনন্দ করতে স্থানীয় নয়জন শিশু একটি ছোট নৌকা নিয়ে বিকাল সাড়ে ৩টার দিকে বাইমাইল বিলে ঘুরতে যায়।

এক পর্যায়ে নৌকাটি গভীর পানিতে ডুবে যায় এবং নৌকার চার শিশু পানিতে তলিয়ে যায়।

বাকিরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়। খবর পেয়ে স্থানীরা ঘটনাস্থলে গিয়ে বিলে খোঁজাখুঁজি করে বিকাল সাড়ে ৪টার দিকে চার শিশুর লাশ উদ্ধার করে বলে কাউন্সিলর খোকন জানান।

জয়দেবপুর থানাধীন ভোগড়া পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


সর্বশেষ খবর