লোপেজের বিদায়ী ম্যাচে মামুনুলদের জয়
খেলা ডেস্ক ঃ মাত্র আড়াই মাস, আরও পরিষ্কার হিসাব করলে সময়টা হয় ২ মাস ২৪ দিন; তাতেই বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচের চাকরি হারাতে হয়েছে ইতালিয়ান ফ্যাবিও লোপেজকে। দলকে কাঙ্ক্ষিত ফল দিতে না পারায় মঙ্গলবার কোচের পদ থেকে লোপেজকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আর সেই দিনটিতেই চীনের আমন্ত্রণমূলক টুর্নামেন্টে প্রথম জয়ের মুখ দেখেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ইউনান আসিয়ান ইন্টারন্যাশনাল ফুটবল ওপেন নামের এই আসরে এদিন চীনের ক্লাব হেবেই-এর বিপক্ষে খেলতে নেমেছিল বাংলাদেশ জাতীয় দল। আসরে এটি ছিল মামুনুল বাহিনীর তৃতীয় ম্যাচ।
আগের দুটি ম্যাচেই হারতে হয়েছিল তাদের। প্রথমটিতে মিয়ানমারের ক্লাব হান্থারওয়াদি ইউনাইটেডের কাছে ৩-২ গোলে এবং দ্বিতীয়টিতে চীনের দল লিজিয়ানের কাছে ২-১ গোলে। ফলে মঙ্গলবার জয় পেতে মরিয়া ছিল বাংলাদেশ জাতীয় দল। তকলিশ আহমেদের গোলে অবশেষে সাফল্যের মুখ দেখেছেন মামুনুলরা। ম্যাচে বাংলাদেশ জয় পেয়েছে ১-০ গোলে। মাঙ্গ সি সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে ১৯ মিনিটে বাংলাদেশকে এগিয়ে নিয়েছেন তকলিশ। শেষ অব্দি ওটাই হয়ে থেকেছে ম্যাচের চূড়ান্ত স্কোরলাইন।
এদিকে, লোপেজ যখন চীনে দলের সঙ্গে জয়ের খোঁজে মরিয়া, ঠিক তখন মঙ্গলবার ঢাকায় বসে এই ইতালিয়ানকে কোচের পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে বাফুফে। জাতীয় দলের নতুন কোচ হিসেবে বেছে নেওয়া হয়েছে ফুটবলাঙ্গনের অন্যতম পরিচিত মুখ ও দেশের অন্যতম শীর্ষ কোচ মারুফুল হককে। যিনি সম্প্রতি প্রথম দক্ষিণ এশীয় হিসেবে উয়েফার (ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা) কোচিং বিষয়ক ‘এ’ সনদ অর্জন করেছেন। গত ১০ সেপ্টেম্বর ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফকে বিদায় দিয়ে হুট করেই লোপেজের হাতে তুলে দেওয়া হয়েছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দায়িত্ব।
চুক্তি ছিল, আগামী মাসে ভারতে অনুষ্ঠিতব্য সাফ ফুটবল পর্যন্ত কোচের দায়িত্বে থাকবেন তিনি। কিন্তু ২ মাস ২৪ দিনের মাথায় বিদায় জানানো হয়েছে তাকে। লোপেজের বিদায়ের মূল কারণ তার অধীনে এই সংক্ষিপ্ত সময়ে বাংলাদেশ দলের হতাশাজনক পারফরম্যান্স। বিশ্বকাপ ২০১৮ বাছাইয়ে ‘লোপেজ যুগে’ কিরগিজস্তান, তাজিকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে আশানুরূপ খেলতে পারেনি বাংলাদেশ। এমনকি চীনের আমন্ত্রণমূলক টুর্নামেন্টেও দলের পারফরম্যান্স হতাশাজনক। অতিমাত্রায় রক্ষণাত্মক মনোভাবে দলকে খেলানোর জন্য সমালোচিত হয়েছেন লোপেজ। শেষ অব্দি চাকরি হারিয়ে চরম মূল্যও দিতে হল তাকে। যদিও বিদায় ম্যাচটিতে জয়ের মুখ দেখে খানিকটা স্বস্তি পেতে পারেন এই ইতালিয়ান কোচ।