সব

তিন সিটি নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ: কাদের

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Monday 30th July 2018at 8:53 pm
140 Views

স্টাফ রিপোর্টারঃ আগামী জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে আন্দোলনের ইস্যু তৈরি করতে বিএনপি বরিশাল সিটি নির্বাচন বর্জন করেছে বলে এমন মন্তব্য করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

একইসঙ্গে সিটি নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে মিথ্যা অভিযোগ তুলছে বলেও মন্তব্য করেন তিনি। সোমবার বিকালে রাজধানীতে তিন সিটি নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, তিন সিটি নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে হয়েছে। জাতীয় নির্বাচনের আন্দোলনের ইস্যু তৈরি করতে নানা অভিযোগ তুলছে। তার তাদের নেতাকর্মী নিয়ে বিশৃঙ্খাল তৈরি করার চেষ্টা করছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন,‘সিটি করপোরেশন নির্বাচন ভালো হয়েছে। অভিযোগের সংস্কৃতি থেকে বিএমপিকে বের হয়ে আসার আহবান জানিয়েছেন তিনি।’

প্রসঙ্গত, ভোট কারচুরির অভিযোগ তুলে বরিশাল সিটি কর্পোরেশনে বিএনপির মেয়র প্রার্থী মজিবর রহমান সরোয়ার আজ দুপুরে নির্বাচন বর্জনের ঘোষণা দেন।


সর্বশেষ খবর