৯ দফা দাবিতে আজও রাস্তায় শিক্ষার্থীরা
স্টাফ রিপোর্টারঃ আজও রাস্তায় নেমেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। সকাল ১০টার দিকে ফার্মগেটে সড়কে অবস্থান নিয়েছে বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা। এসময় মিরপুর, গাবতলী ও উত্তরা থেকে গুলিস্তান-মতিঝিলগামী বাস ও প্রাইভেটকার চলাচল বন্ধ হয়ে যায়।
নৌমন্ত্রী শাজাহান খানের পদত্যাগ ও ঘাতক বাসচালকের ফাঁসিসহ ৯ দফা দাবিতে রাজধানীর কয়েকটি স্থানে গত দুই দিনে বাসে আগুন এবং যানবাহন ভাঙচুরের কারণে আজ বুধবার সকাল থেকে বাস সরিয়ে নিয়েছেন পরিবহন মালিকরা। এতে পরিবহন সংকটের কারণে বুধবার সকাল থেকে বিপাকে পড়েছেন রাজধানীর কর্মজীবী মানুষ।
বুধবার সকালে মতিঝিল, গুলিস্তান, শাহবাগ, সায়েন্স ল্যাবরেটরি, কারওয়ান বাজার, ফার্মগেট, মিরপুর, কল্যাণপুর, শ্যামলী, আগারগাঁও, মহাখালী, উত্তরা, ফার্মগেট এলাকা ঘুরে দেখা যায়, হাজার হাজার মানুষ বাসের জন্য অপেক্ষা করছেন। থেকে থেকে দু’একটি বাস এলেও তাতে সবাই উঠতে পারছেন না।
সকাল থেকে অফিসমুখী যাত্রী, স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের পায়ে হেঁটে ও রিকশায় যেতে হচ্ছে। সড়ক ছিল প্রায় ফাঁকা। তবে দূরপাল্লার বাস ও ট্রেন চলতে দেখা গেছে।
রোববার বাসচাপায় শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়। আহত হয় আরও ১০-১২ জন শিক্ষার্থী। এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার তৃতীয় দিনের মতো শিক্ষার্থীরা রাজপথে নেমে এলে পুরো ঢাকা স্থবির হয়ে পড়ে। আজও একই কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে শিক্ষার্থীরা।
http://শিক্ষার্থীদের দাবি মেনে নেয়ার ঘোষণা