সব

বাংলাদেশে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ও মানববন্ধন কলকাতায়

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Thursday 9th August 2018at 5:32 pm
128 Views

আন্তর্জাতিক ডেস্কঃ পেশাগত দায়িত্ব পালনকালে বাংলাদেশে সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার আলোকচিত্রীরা।

বুধবার বিকালে কলকাতা প্রেসক্লাবের কাছে মহাত্মা গান্ধীর মূর্তির নিচে মানববন্ধন করে তারা। একসময় ক্যামেরা নামিয়ে রেখে নীরব প্রতিবাদ জানায় ফটো সাংবাদিকরা।

উল্লেখ্য, নিরাপদ সড়কের দাবিতে চলমান আন্দোলনের খবর ও আলোকচিত্র সংগ্রহ করার সময় হামলার শিকার হন বেশ কয়েজন সাংবাদিক। এদিন ওই ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করে কলকাতার সাংবাদিক মহল।

তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা কোন বিচ্ছিন্ন ঘটনা নয়, অতি সম্প্রতি কলকাতা সহ বিশ্বের বিভিন্ন প্রান্তেই সাংবাদিকদের ওপর হামলা নেমে এসেছে।

এর পাশাপাশি আলোকচিত্রী শাহিদুল আলমের গ্রেফতারের বিষয়ে নিন্দা প্রকাশ করেন সাংবাদিক নেতারা। সেই সাথে শহিদুল আলমের বিনা শর্তে মুক্তিরও দাবি করা হয়।


সর্বশেষ খবর