সব

নড়াইলে পুলিশের অভিযানে বিপুল পরিমারন ইয়াবা ও গাঁজাসহ গ্রফতার-৩৪

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Thursday 20th September 2018at 8:11 am
98 Views

উজ্জ্বল রায়:: আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত ৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার রাত থেকে-বুধবার(১৯,সেপ্টেম্বর) সকাল পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে পুলিশ।  মোট গ্রেফতার ৩৪ জন। সদরে ১২ জন, লোহাগড়া ৮ জন, কালিয়া ১০ জন, নড়াগাতি ৪ জন। উদ্ধার সংক্রান্ত মোট উদ্ধার  ৩৮ পিস ইয়াবা ৭০ গ্রাম গাঁজা, সদরে ৭ পিস ইয়াবা, লোহাগড়া ৫০ গ্রাম গাঁজা, কালিয়া ২০ গ্রাম গাঁজা ও১০ পিস ইয়াবা, নড়াগাতী ২১ পিস ইয়াবা।

গ্রেফতারের সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহিদুল ইসলাম, পিপিএম, সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মেহেদী হাসান, সহকারি পুলিশ সুপার (হেডকোয়ার্টার্স) মোঃ জালাল উদ্দিন, সহকারি পুলিশ সুপার (প্র.বি.) মোঃ ইশতিয়াক আহম্মেদ, নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন, ডিবি পুলিশের ওসি আশিকুর রহমান।

এ প্রসঙ্গে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম, আমাদের নড়াইল প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানান মাট গ্রেফতার ৩৪ জন। সদরে ১২ জন, লোহাগড়া ৮ জন, কালিয়া ১০ জন, নড়াগাতি ০৪ জন। উদ্ধার সংক্রান্ত মোট উদ্ধার  ৩৮ পিস ইয়াবা ৭০ গ্রাম গাঁজা, সদরে ৭ পিস ইয়াবা, লোহাগড়া ৫০ গ্রাম গাঁজা, কালিয়া ২০ গ্রাম গাঁজা ও ১০ পিস ইয়াবা, নড়াগাতী ২১ পিস ইয়াবা।


সর্বশেষ খবর