সব

নড়াইলে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে’ পৌর একাদশ চ্যাম্পিয়ন

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Thursday 20th September 2018at 8:23 am
FILED AS: খেলা
105 Views

নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের কালিয়ায় শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উদ্যোগে ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ (অনুর্ধ্ব-১৭) কালিয়া পৌর ফুটবল একাদশ বনাম সালামাবাদ ইউপি ফুটবল একাদশের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মো.এমদাদুল হক চৌধুরী এসময় উপস্থিত থেকে খেলা উপভোগ করেন এবং বিজয়ীদের মধ্যে ট্রফি বিতরণ করেন ।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফুটবল টুর্নামেন্টের (অনুর্ধ্ব-১৭)সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো.নাজমুল হুদা,উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও টুর্নামেন্টের সদস্য সচিব শেখ বশির আহম্মদ, কালিয়া থানার অফিসার ইনচার্জ শেখ শমসের আলী,ওসি তদন্ত ইকরামুল হক,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম। নির্ধারিত সময়ের মধ্যে গোলশুন্যভাবে শেষ হলে পরবর্তীতে ট্রাইব্রেকারের মাধ্যমে কালিয়া পৌর ফুটবল একাদশ ৩-২ গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ন এবং সালামাবাদ ইউপি ফুটবল একাদশ রানার্স আপ হয়।


সর্বশেষ খবর