সব

উত্তরায় ৩৯৫ কেজি এনপিএস মাদকসহ আটক ২

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Thursday 20th September 2018at 3:23 pm
102 Views

আমারবাংলা ডেস্কঃ রাজধানীর উত্তরা ১৪ নম্বর সেক্টরের একটি গোডাউন থেকে আনুমানিক ৩৯৫ কেজি নিউ সাইকোট্রপিক সাবসটেন্সেস (এনপিএস) বা খাট নামের মাদক জব্দ করা হয়েছে। এসময় গোডাউন মালিকসহ দুই ব্যক্তিকে আটক করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা জোনের সহকারী কমিশনার (এসি) মো. কামরুজ্জামান এসব তথ্য নিশ্চত করেছেন।

পুলিশ জানায়, বুধবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উত্তরার সেক্টর ১৪ এর ১ নম্বর রোডের ১০ নম্বর বাসার একটি গোডাউন থেকে ‘এনপিএস’ তথা ‘খাট’ নামের এই মাদক উদ্ধার করা হয়। ওই গোডাউনে ৩৪টি কাগজের কার্টনে এসব মাদক মজুদ করে রাখা হয়েছিল। অভিযানে আটক দুই ব্যক্তির নাম- গোডাউন মালিক জমুল ইসলাম তালুকদার ও তার সহযোগী মাহবুবুর রহমান পলাশ।

ডিএমপি’র উত্তরা জোনের সহকারী কমিশনার (এসি) মো. কামরুজ্জামান বলেন, উদ্ধার করা এনপিএস তথা খাট নামের মাদকগুলো ইথিওপিয়া থেকে আমদানির পর মজুদ করে রাখা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানা পুলিশের একটি টিম ১৪ নম্বর সেক্টরের ওই গোডাউন থেকে এসব মাদক উদ্ধার করেছে এবং গোডাউনের মালিকসহ এক সহযোগীকে আটক করা হয়েছে। তবে তাদের আরও এক সহযোগী এখনও পলাতক রয়েছে। পলাতক ব্যক্তিকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

পশ্চিম থানার একটি সূত্র জানায়, ওই গোডাউনে গার্মেন্টস কাপড় ও বিভিন্ন আইটেম মজুদ করে রাখা ছিল। একই সঙ্গে কাগজের কার্টনের ভেতরে প্যাকেট করা অবস্থায় এসব খাট নামের এই মাদকও লুকিয়ে রাখা হয়েছিল।


সর্বশেষ খবর