পুলিশের জন্য আনা হলো ভারত থেকে ২০টি প্রশিক্ষণপ্রাপ্ত রাইডিং ঘোড়া
AUTHOR: Primenews24bd Desk
POSTED: Friday 21st September 2018at 8:02 am
FILED AS: জেলা সংবাদ
118 Views
ঝিনাইদাহ প্রতিনিধিঃ ভারত থেকে ২০টি প্রশিক্ষণপ্রাপ্ত রাইডিং ঘোড়া আমদানি করা হয়েছে।
যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে বৃহস্পতিবার সকালে এ ঘোড়াগুলি দেশে প্রবেশ করেছে। বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার ঘোড়াগুলি আমদানি করেছে।
প্রাট্রাপোল থেকে, বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) আবু সালেহ মাসুদ করিম জানান, উন্নত জাতের প্রশিক্ষণপ্রাপ্ত এ রাইডিং ঘোড়াগুলি ঢাকাস্থ বাংলাদেশ পুলিশ সদর দপ্তরে ব্যবহারের জন্য ভারত থেকে আমদানি করা হয়েছে।
ঘোড়াগুলির আমদানি মূল্য ১ লাখ ৭৯ হাজার ২০০ মার্কিন ডলার। সরকারের রাজস্ব দেওয়া হয়েছে ১৫ লাখ ৪২ হাজার টাকা।
ভারতের প্রিতম সিং ঠান্ডু এন্ড সন্স নামে এক রফতানিকারক প্রতিষ্ঠান এই ঘোড়াগুলি বাংলাদেশে রফতানি করেছেন।
বেনাপোল কাস্টমস হাউসের সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর ঘোড়াগুলি সাভার ডেইরি ফার্মে নিয়ে যাওয়া হবে।।