চাঁপাই নবাবগঞ্জে মাদকসহ ১ জন আটক
AUTHOR: Primenews24bd Desk
POSTED: Sunday 23rd September 2018at 7:21 am
FILED AS: জেলা সংবাদ
175 Views
শাহারিয়ার আহাম্মেদ শিমুলঃ চাঁপাই নবাবগঞ্জে জাহিদ (২৭)নামের শীর্ষ মাদক ব্যবসায়ীকে ১ কেজি ১শ ২৫ গ্রাম হেরোইন সহ আটক করেছে র্যাব-৫।
শনিবার সন্ধ্যায় এই মাদক ব্যাবসায়িকে র্যাব-৫ আটক করে।
আটক কৃত শীর্ষ মাদক ব্যবসায়ী চাঁপাই নবাবগঞ্জ সদর উপজেলার বাগডঙ্গা ইউনিয়নের গড়াই পাড়া গ্রামের মোঃআশরাফুল ইসলামের ছেলে মো.জাহিদ বয়স (২৭)বছর।
চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫ ক্যাম্পের পক্ষ হতে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে,শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার বাগডঙ্গা ইউনিয়নের খড়িবোনা রোডপাড়া গ্রামে অভিযান চালিয়ে ১ কেজি ১শ২৫ গ্রাম হেরোইনসহ মো.জাহিদ কে আটক করা হয়।
আটক কৃত হের ইনের মুল্য প্রায় সোয়া কটি টাকা।
এ বিষয়ে র্যাবের পক্ষ হতে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।