বিরামপুরে উৎযাপিত হল বিশ্ব শিক্ষক দিবস ২০১৮
সামিউল আলম, বিরামপুর (দিনাজপুর): বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে দিনাজপুরের বিরামপুরে গতকাল শুক্রবার সর্বস্তরের শিক্ষকদের অংশগ্রহণে এক মহা মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
মিলন মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর-৬ আসনের মাননীয় সংসদ সদস্য শিবলী সাদিক।
সংসদ সদস্য শিবলী সাদিক ও সব শ্রেণীর শিক্ষক-কর্মচারীদের অংশগ্রহণে শহরে এক বর্ণাঢ্য র্যালীর আয়োজন করা হয়। র্যালি শেষে পাইলট স্কুল মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে স্বাগত বক্তব্য রাখেন, বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটির সভাপতি ও বিজুল কামিল মাদরাসার অধ্যক্ষ ড. নুরুল ইসলাম।
উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ফারুক-ই আজমের সভাপতিত্বে উক্ত মিলন মেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান, বিরামপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মিথুন সরকার, পৌর মেয়র লিয়াকত আলী সরকার টুটুল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খায়রুল আলম রাজু, মাধ্যমিক শিক্ষা অফিসার নূর আলম, থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান, অধ্যক্ষ শিশির কুমার সরকার, অধ্যক্ষ আ.ছ.ম হুমায়ুন কবীর, অধ্যক্ষ মামুনুর রশীদ, পাইলট স্কুলের প্রধান শিক্ষক আরমান হোসেন, নাড়– গোপাল কুন্ডু প্রমূখ।