সব

ঝিনাইদহে আওয়ামী লীগের জনসভা অনুষ্ঠিত

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Saturday 6th October 2018at 2:49 pm
94 Views

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ  আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতিকে ভোট চেয়ে জনসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার রাতে সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে চুয়াডাঙ্গা তেলপাম্প এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পোড়াহাটি ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরন, হরিশংকরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান খন্দকার ফারুকুজ্জামান ফরিদ, মধুহাটি ইউনিয়নের চেয়ারম্যান ফারুক আহম্মেদ জুয়েল, দোগাছী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফয়েজউল্লাহ ফয়েজ।

অনুষ্ঠান পরিচালনা করেন পোড়াহাটি ইউনিয়নের ইউপি সদস্য শওকত হোসেন। এসময় বক্তারা, দেশের উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে বিভেদ ভূলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় আনতে নৌকা প্রতিকে ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

সেই সাথে বিএনপি ও জামায়াত যেন মাথাচাড়া দিয়ে না উঠতে পারে সেজন্য সকলকে সজাগ থাকার আহ্বান জানান।


সর্বশেষ খবর