সব

গণভবনে আজ চিকিৎসক সম্মিলন

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Sunday 7th October 2018at 11:08 am
98 Views

আমারবাংলা ডেস্কঃ চিকিৎসকদের জাতীয় সংগঠন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন কর্তৃক আয়োজিত ‘চিকিৎসক সম্মিলন-২০১৮’ আজ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)-এর উদ্যোগে আট বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে চিকিৎসকদের এ মহাসম্মিলন বসছে।

বিকেলে অনুষ্ঠিতব্য এ মহাসম্মিলনে রাজধানীসহ সারাদেশ থেকে দলমত নির্বিশেষে সাড়ে ১০ হাজারেরও বেশি বিএমএর সদস্য যোগদান করবেন।

বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এ মহাসম্মিলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রথমবারের মতো চিকিৎসকদের এ মহাসম্মিলনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মালয়েশিয়া কনফেডারেশন ফর মেডিকেল অ্যাসোসিয়েশন ইন এশিয়া অ্যান্ড ওশেনিয়া (সিএমএএও)-এর সভাপতি রাভিন্দ্রান আর. নাইডু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ও প্রতিমন্ত্রী জাহিদ মালিক। প্রধানমন্ত্রীর সামনে বিএমএর প্রায় ৩০ হাজার চিকিৎসকের প্রতিনিধি হিসেবে মূল বক্তব্য উপস্থাপন করবেন বিএমএর মহাসচিব ডা. এহতেশামুল হক চৌধুরী ।


সর্বশেষ খবর