ঝিনাইদহে ১ হাজার ৯ শত বোতল ফেন্সিডিল ও ট্রাক সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার
জাহিদুর রহমান তারিকঃ ঝিনাইদহ র্যাব -৬ এর কোম্পানী কমান্ডার মেজর আব্দুল্লাহ আল মেহেদীর সফল অভিযানে ঝিনাইদহ-মাগুরা সড়কের ভোমড়াডাঙ্গা থেকে ১ হাজার ৯ শত বোতল ফেন্সিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব -৬ ।সে সময় একটি মালবাহী ট্রাক জব্দ করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী সিরাজুল ইসলাম যশোরের ঝিকরগাছা উপজেলার বায়সা চাঁদপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে।
র্যাব -৬ ৬ এ ঝিনাইদহ কোম্পানী কমান্ডার মেজর আব্দুল্লাহ আল মেহেদী সাংবাদিকদের জানান, যশোরের চৌগাছা সীমন্ত থেকে একটি মালবাহী ট্রাকে লুকিয়ে বিপুল পরিমান ফেন্সিডিল ঢাকায় নেওয়া হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে র্যাব চেক পোস্ট বসায়। গাড়ি তল্লাসী কালে রবিবার দুপুর ১ টার দিকে ঝিনাইদহ-মাগুরা সড়কের ভোমড়াডাঙ্গা থেকে একটি ট্রাক আটক করা হয়।
আটককৃত ট্রাকের লোহা ভর্তি মালামালের ভেতর বিশেষভাবে লোকানো ১ হাজার ৯ শত বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
সেসময় সিরাজুল ইসলাম নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয় এবং ট্রাকটিও জব্দ করা হয়। সিরাজুল ইসলাম দীর্ঘদিন থেকে সীমান্তের ওপার থেকে ভারতীয় ফেন্সিডিল পাচার করে ঢাকায় বিক্রি করে আসছিল বলেও তিনি আরো জানান।
তাকে ঝিনাইদহ সদর থানায় সপর্দ করা হয়েছে।