চাঁপাই নবাবগঞ্জে সড়ক দূর্ঘটনায় কবিতা নামে ৯ম শ্রেনীর এক ছাত্রী নিহত হয়
শাহারিয়ার আহাম্মেদঃ চাঁপাই নবাবগঞ্জ জেলার নাচোল উপজেলায় সড়ক দুর্ঘটনায় কবিতা নামে ৯ম শ্রেনীর এক ছাত্রী নিহত হয়েছে।
নিহত শিক্ষার্থী নাচোল উপজেলার পশ্চিম মির্জাপুর গ্রামের গোলাম কবিরের মেয়ে কবিতা (১৫)। সে মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী ছিলো।
নাচোল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ চৌধুরী জোবায়ের আহম্মদ জানান, রবিবার সকালে গোলাম কবির তার ছেলে ও মেয়ে কবিতাকে মোটর সাইকেলে নিয়ে তানোর উপজেলার মুন্ডমালা এলাকায় তার নিহত কবিতার মামার মৃত্যুর খবর পেয়ে মামাকে শেষ দেখা দেখতে যাচ্ছিল।
নাচোল আমনুরা সড়কের পন্ডিতপুর ফায়ার সার্ভিস স্টেশনের পাশে গোলাম কবিরের মাথার ক্যাপ মাটিতে পড়ে গেলে তার মেয়ে ক্যাপটি উঠাতে যায়, এসময় ধানসুরা-রাজশাহী গামী একটি গরু বোঝাই ভুটভুটি কবিতাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।
ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনা স্থলে উপস্থিত হন এবং কবিতার মৃতদেহ উদ্ধার করে চাঁপাই নবাবগঞ্জ মর্গে পাঠানো হয়। এদিকে স্থানীয় জনগন গরু বোঝাই ভুটভুটিকে আটক করলেও চালক পালিয়ে যায়।