সব

শৈলকুপায় কৃষকের মেহগনি গাছ উপড়ে ফেলেছে দূবৃর্ত্তরা

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Wednesday 10th October 2018at 8:14 am
113 Views

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহের শৈলকুপায় গাছের সাথে শত্রুতা করে সুজায়েত নামে এক কৃষকের ১২০টি রোপন করা মেহগনি গাছ উপড়ে ফেলেছে দূবৃর্ত্তরা।

গত মঙ্গলবার রাতের আধারে উপজেলার ত্রিবেনী ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে এঘটনা ঘটে। কৃষক সুজায়েত জানায়, গত ২ মাস আগে ত্রিবেনী মৌজায় কালী নদীর ঔপারে ২৬ শতক জমিতে ১২০টি মেহগনির গাছ রোপন করে।

গত মঙ্গলবার রাতে দূবৃর্ত্তরা তার সব কয়টি গাছ উপড়ে ফেলে। এঘটনায় কৃষক সুজায়েত বৃহস্প্রতিবার শৈলকুপা থানায়  একটি লিখিত অভিযোগ করেছে।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ কাজী আয়ুবুর রহমান জানান, ১২০টি মেহগনি রোপন করা গাছ উপড়ে ফেলার ঘটানায় সুজায়েত নামের এক কৃষক লিখিত অভিযোগ দিয়েছে। তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


সর্বশেষ খবর