ভারতে ট্রেন দুর্ঘটনায় নিহত ৭
AUTHOR: Primenews24bd Desk
POSTED: Wednesday 10th October 2018at 2:59 pm
FILED AS: আন্তর্জাতিক
128 Views
আন্তর্জাতিক ডেস্কঃ উত্তরপ্রদেশের রায়বেরেলির হরচন্দ্রপুরে ট্রেন দুর্ঘটনায় ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও অর্ধশতাধিক যাত্রী। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
বুধবার ভোরে দিল্লির দিকে আসা নিউ ফরাক্কা এক্সপ্রেস ট্রেনটির ৮টি বগি লাইনচ্যুত হলে ওই দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির।
মালদা থেকে ছেড়ে দিল্লি যাওয়ার সময় ট্রেনটি ওই দুর্ঘটনার শিকার হয়। ঘটনাস্থলে উদ্ধার কর্মী ও মেডিকেল টিম পৌঁছেছে। এ ব্যাপারে ভারতের রেল কর্তৃপক্ষ বিশেষ হেল্পলাইন নম্বর চালু করেছে।
আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন রেল বোর্ডের চেয়ারম্যান।
দুর্ঘটনা সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বছর দুয়েক আগে কানপুরে ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল দেড় শতাধিক যাত্রীর।