ভয়ঙ্কর সমস্যা! আগামী ৪৮ ঘন্টা বন্ধ থাকবে ইন্টারনেট
আন্তর্জাতিক ডেস্কঃ আগামী ৪৮ ঘন্টার মধ্যে ভয়ঙ্কর সমস্যায় পড়তে পারে ইন্টারনেট ব্যবহারকারীরা৷ রাশিয়া টুডে-র একটি রিপোর্ট অনুযায়ী, ইন্টারনেট ব্যবহারকারীরা Connection Failure-এর এরর পেতে পারেন৷ কারণ কিছু সময়ের জন্য মেইন ডোমেন এবং এর সঙ্গে যুক্ত নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার ডাউন থাকবে৷
দ্য ইন্টারনেট কর্পোরেশন অব ওসাইন্ড নেমস অ্যান্ড নম্বরস্ (ICANN) এই সময়ে ক্রিপ্টোগ্রাফি কিজে পরিবর্তন করে মেন্টেনেন্সের কাজ করবে, আর এরই প্রভাব পড়বে ইন্টারনেট ব্যবহারকারীদের ওপর৷ ইন্টারনেট অ্যাড্রেস বুক, নেম সিস্টেম নিরাপদ করার জন্যই ক্রিপ্টোগ্রাফি কিজে পরিবর্তন সাধন করা হচ্ছে বলে জানা গিয়েছে৷ ICANN অনুযায়ী, বাড়তে থাকা সাইবার হামলা রুখতে এই পরিবর্তন অত্যন্ত জরুরি হয়ে পড়েছে৷
কমিউনিকেশন রেগুলারিটি অথরিটি একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, যদি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স এই পরিবর্তনের জন্য প্রস্তুতি এখনও না নিয়ে থাকে তাহলে ব্যবহারকারীদের ওপর তার প্রভাব পড়বে৷ তবে এর প্রভাব এড়ানোর জন্য সিস্টেম সিকিওরিটি এক্সটেনশন এনাবেল করা যেতে পারে৷
আগামী ৪৮ ঘন্টায় ইন্টারনেট ব্যবহারকারীরা ওয়েব পেজ খুলতে গিয়ে এবং ট্রান্সাকসনে সমস্যায় পড়তে পারেন৷ পুরনো ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের ইউজার্সদের গ্লোবাল নেটওয়ার্ক ব্যবহার করার ক্ষেত্রেো সমস্যায় পড়তে হবে৷
সূত্রঃ কলকাতা ২৪X৭