সব

গাজীপুরে আগুনে পুড়েছে ঝুটের ৩ গুদাম

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Saturday 13th October 2018at 8:54 am
109 Views

মুহাম্মদ আতিকুর রহমান (আতিক)ঃগাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় আগুনে ঝুটের তিনটি গুদাম পুড়ে গেছে।

১২ অক্টোবর শুক্রবার সকালে ফায়ার সর্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা প্রায় দেড় ঘন্টায় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা জানিয়েছেন, সকাল সাড়ে ৯টার দিকে পল্লীবিদ্যুৎ এলাকার সোলাইমান মোল্লার ঝুটের গুদামে আগুন লাগে। মূহুর্তেই আগুন পাশের ওহাব মাতাব্বর ও বিল্লাল হোসেনের ঝুটের গুদামে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা আগুন নেভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের কালিয়াকৈর স্টেশনের দুইটি ও সাভার ইপিজেড স্টেশনের একটি ইউনিটের কর্মীরা প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে গুদাম ও গুদামে রাখা মালামাল পুড়ে গেছে।

তাৎক্ষনিকভাবে অগ্নিকান্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি।

কালিয়াকৈর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার কবিরুল ইসলাম জানান, বেলা ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আগুনে ঝুটের তিনটি গুদাম পড়ে গেছে।


সর্বশেষ খবর