উত্তরখানে ফ্ল্যাট বাসায় গ্যাস লাইন বিস্ফোরণ, অগ্নিদগ্ধ ৮
স্টাফ করেসপন্ডেন্টঃ রাজধানীর উত্তরখানের একটি ফ্ল্যাট বাসায় গ্যাস লাইনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশু বাচ্চা ও নারীসহ আটক জন অগ্নিদগ্ধ হয়েছেন। তারা হলেন, বাবলু (৩৩), আনজু বেগম (৩০), আব্দুল্লাহ (০৫), ঊর্মি (১৬), আজিজুল (৩০), পূর্ণিমা (২৮), সুফিয়া (৬০) ওও সাগর (১৫)। আহতরা বর্তমামে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।
উত্তরখান থানাধীন হেলাল মার্কেটের বেপারীপাড়া এলাকার মেহেদী হাসানের তিন তলা ভাড়া বাড়ীর নিচ তলায় শনিবার (১৩ অক্টোবর) ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা একই পরিবারের সদস্য। তাদের মধ্যে একজন রিকশা চালক ও শিশু ব্যতিত বাকিরা পোশাক কারখানায় কাজ করতেন বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাড়ীর মালিক মেহেদী হাসান নতুন সময়কে বলেন, ‘ভোর সাড়ে ৩টার দিকে বিকট শব্দে ঘুম ভেঙ্গে যায়। পরবর্তীতে আহাজারি শুনে গিয়ে দেখতে পাই – বাড়ীর নিচ তলায় আগুন জ্বলছে। ভেতর থেকে লোকজন আহাজারি করছে। পরবর্তীতে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণ করার পর ৮ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।’
এদিকে উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. শফিকুল ইসলাম আমারবাংলা২৪.কম.বিডি কে বলেন, ভোর ৪টায় অগ্নিকান্ডের খবর পেয়ে উত্তরা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় আধা ঘন্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণ নিয়ে আসে। পরবর্তীতে ওই বাড়ি থেকে আট জনকে জীবিত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য ফায়ার সার্ভিসের এ্যাম্বুলেন্স দিয়ে দ্রুত ঢাকা মেডিকেল হাসপাতালের বার্ণ ইউনিটে পাঠানো হয়েছে।’
তিনি আরো বলেন, ‘আহতদের মধ্যে ছয় জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের শরীরের বেশী ভাগ অংশই পুড়ে গেছে।’
এক প্রশ্নের জবাবে শফিকুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে, গ্যাস লাইন লিক হয়ে সম্পূর্ণ ঘরটিই বার্ণ অবস্থায় ছিল। পরবর্তীতে রান্না করতে গেলে বিস্ফোরণ হয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায় নি।’