ফের ইসির বৈঠক থেকে বেরিয়ে গেলেন মাহবুব তালুকদার
স্টাফ রিপোর্টারঃ নির্বাচন কমিশনের কাজে দ্বিমত পোষণ করে আবারও সভা থেকে বেরিয়ে গেলেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। সোমবার কমিশন বৈঠকে নোট অব ডিসেন্ট দিয়ে তিনি সভা বর্জন করেছেন।
আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে সকাল ১১টায় নির্বাচন কমিশনের ৩৬তম এ সভা শুরু হয়। সভা থেকে বের হয়ে আসার বিষয়টি পরে সাংবাদিকদের নিজেই জানান মাহবুব তালুকদার।
এর আগেও গত ৩০ আগস্ট কমিশনের ৩৫তম সভায় ইভিএমন কেনার বিরোধিতা করে নোট অব ডিসেন্ট দিয়ে বর্জন করেছিলেন তিনি। সেই সময় এ খবর প্রকাশ পেলে তোলপাড় শুরু হয়। এরপর সংবাদ সম্মেলন করে কেন সভা বর্জন করেছেন তার কারণ জানান মাহবুব তালুকদার।
জানা গেছে, বিভিন্ন বিষয়ে মতের মিল না হওয়ায় এবং তার মতামতের যথাযথ মূল্যায়ন না করায় নোট অব ডিসেন্ট দিয়েছেন তিনি। সভা শুরুর ১০ মিনিট পর বর্জন করে নিজের রুমে চলে আসেন এ কমিশনার।