গাজীপুরে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার
গাজীপুর জেলা প্রতিনিধি ঃ ডাকাতির প্রস্তুতিকালে গাজীপুর সিটি কর্পোরেশনের ভূরুলিয়া এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
১৪ অক্টোবর রবিবার রাতে শিববাড়ী-শিমুলতলী সড়কের ভূরুলিয়া রেলক্রসিং এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- গাজীপুর সিটি কর্পোরেশনের উত্তর বিলাশপুর এলাকার আলী আকবরের ছেলে কোরান আলী (১৮), ফজলুল হকের ছেলে রুবেল (৩২) ও বিষ্ণু শীলের ছেলে স্বপন কুমার শীল (৪৪)।
গাজীপুর মেট্রোলিটন পুলিশের সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, ভূরুলিয়া রেলক্রসিং এলাকায় ৭/৮ জনের একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে রাত সোয়া ১১টার দিকে সেখানে অভিযান চালানো হয়। এ সময় দুটি চাপাতি, একটি ছুরি, একটি হাসুয়াসহ ওই তিন ডাকাতকে গ্রেফতার করা হয়। বাকিরা পালিয়ে যায়।
তিনি আরো জানান, এ ব্যাপারে সদর থানায় মামলা হয়েছে। গ্রেফতার রুবেলের বিরুদ্ধে হত্যা, মাদকসহ একাধিক মামলা রয়েছে।