গাজীপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
স্টাফ রিপোর্টার ঃ বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপি নেতৃবৃন্দের বিরুদ্ধে রায়ের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ১৫ অক্টোবর সোমবার সকালে গাজীপুর জেলা ও মহানগর শাখার উদ্যোগে পৃথক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০টায় জেলা শহরের দলীয় কার্যালয়ের সামনে রাজবাড়ি সড়কে আয়োজিত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের গাজীপুর জেলা শাখার সভাপতি হাসিবুর রহমান মুন্না, সাধারণ সম্পাদক নূরুল আলম, শিবলু বকশি, মোঃ রফিক, নয়ন আহমেদ মাতউর রহমান প্রমুখ।
একই সময়ে জয়দেবপুর বাসষ্ট্যান্ড এলাকায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল গাজীপুর মহানগর শাখা একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করে। গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জিএস আরিফ হোসেন হাওলাদার এবং সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শাহিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক বাপ্পী দে, স্বেচ্ছাসেবক দলনেতা সিরাজুল ইসলাম, মুশফিকুর রহমান নজরুল, মনির হোসেন, লুৎফর রহমান, আমির হোসেন, ইউসুফ হোসেন, আব্দুর কাদির, আবুল হাসেম, আনোয়ার, টিপু, সবুজ, রবি, মানিক, রাশেদ প্রমুখ।