কোটালীপাড়ায় মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে পৌর মেয়র কে রৌপ্যের নৌকা সংবর্ধনা
রনী আহম্মেদঃ গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিখ্যাত হেমায়েত বাহিনীর বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা সন্তানদের পক্ষ থেকে আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকা প্রতীকে মনোনীত বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত মেয়র উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও মুক্তিযোদ্ধা কমান্ডারের সন্তান হাজী মোঃ কামাল হোসেন শেখ কে রৌপ্যের নৌকা দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার উপজেলার শিল্পকলা একাডেমি শহীদ মিনার চত্বরে এ সংবর্ধনার আয়োজন করেন কোটালীপাড়ার বিখ্যাত হেমায়েত বাহিনীর বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার সন্তানরা। সাবেক মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সামচুল হক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন- বৃহত্তর ফরিদপুর অঞ্চলের সাব সেক্টর কমান্ডার ও ঐতিহাসিক আগরতলা সড়যন্ত্র মামলার ৫নং অভিযুক্ত ব্যক্তি (ক্যাঃ বাবুল) অন্যান্যদের মধ্যে উপজেলা নির্বাহী অফিসার এসএম মাহফুজুর রহমান, কোটালীপাড়া আদর্শ সরকারি কলেজের অধ্যক্ষ সর্বানন্দ বালা, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক, সাবেক কমান্ডার আলহাজ্জ লুৎফর রহমান শেখ, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক এসএম হুমায়ুন কবির, যুগ্ম সাধারন সম্পাদক, গোলাম কিবরিয়া দাড়িয়া, সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্রলীগ সভাপতি আয়নাল হোসেন শেখ, ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও শহীদ মুক্তিযোদ্ধার সন্তান হাজী মোঃ আমিনুজ্জামান খান মিলন, কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক, ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা, আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর হোসেন খান, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম দাড়িয়া, মারুফ এন্টার প্রাইজের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট সমাজ সেবক মোঃ লাভলু শেখ, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ, সাধারন সম্পাদক ও মুক্তিযোদ্ধা কমান্ডারের সন্তান বুলবুল আহম্মেদ হাজরা সহ আওয়ামীলীগের সহযোগি সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
পরে বিকেলে মঞ্চে দেশের বিখ্যাত কন্ঠ শিল্পিরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। এর আগে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে
মেয়রকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনায় ভূষিত করা হয়।