চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রতিটি থানায় ষষ্ঠী পুজোর মধ্য দিয়ে শুরু শ্রী শ্রী শারদীয়া দুর্গোৎসব
ফাহিমঃ শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের (হিন্দুু সম্প্রদায়) প্রধান মহাউৎসব শ্রী শ্রী শারদীয়া দুর্গোৎসব ।
তারই ধারাবাহিকতায় সারা দেশের ন্যায়, চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন শিবতলা কর্মকার পাড়ায় অবস্থিত চরজোতপ্রতাপ দুর্গামাতা ঠাকুরাণী মন্দির এ জমকালো আলোকসজ্জায় আয়োজন করা হয়েছে।
অএ দুর্গোৎসবে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন জনাব শ্রীযুক্ত বাবু বাসুদেব নন্দী ও সহ-সভাপতি হিসেবে রয়েছেন জনাব সুকুমার নন্দী, শ্যামল নন্দী, স্বাধীন কর্মকার, সহাদেব কর্মকার, নিমাই কর্মকার, প্রণয় নন্দী, বসুদেব কর্মকার, দ্বিজেন দও, টুটুল কর্মকার, সুকুমার কর্মকার, কার্তিক নন্দী।
সম্পাদক হিসেব দায়িত্বে আছেন জনাব শ্রী অজিত কুমার দাস। সহ-সম্পাদক রয়েছেন জনাব শ্রী অসিত কর্মকার, রাধা বল্লভ, শিবেন, উঠান, সুকদেব, পল্লব নন্দী, শ্রী গৌরাঙ্গ সরকার, সন্দীপ, নিখিল, পশুপতি মন্ডল, সুনিল নন্দী প্রমূখ। ক্যাশিয়ার জনাব শ্রী রনী নন্দী। সহ-ক্যাশিয়ার জনাব শ্রী দিলিপ সরকার, অশিষ নন্দী, ডালিম কর্মকার, বাপ্পি কর্মকার, নয়ন হালদার প্রমূখ ব্যাক্তিদয়। সকলের কাছে তাদের এই সর্ব বৃহৎ বাৎসরিক দূর্গউৎসব এর কারন জানতে চাইলে তারা সকলে আমার বাংলা কে জানান যে, বছরে ০৫ দিন ব্যাপি শ্রী শ্রী দুর্গাদেবীর পূজা আমরা সনাতন ধর্মাঅবলম্বীরা (হিন্দু সম্প্রদায়) পালনের কারন হলো, শরতের স্বচ্ছ রৌদ্র কিরণে প্রকৃতি যখন চঞ্চল হয়ে ওঠে, সে মূহুর্তে দেবীর শুভাগমনে আকাশে বাতাসে মায়ের আগমনী বার্তা ঝংকৃত হয়।
মায়ের শুভাগমনে পৃথিবির সকল অশুভ শক্তি চিরতরে বিচূর্ণ হয়ে, শান্তির স্বর্গরাজ্য গড়ে উঠবে। তাই এ পূজো পালন আমাদের উদ্দেশ্য। আরও বলেন মা দেবীর পূজো করে তার সন্তুুষ্টি অর্জন। শারদোৎসবের এ মঙ্গলময় দিনগুলোতে দূর্গামন্দিরে সকল জাতি ধর্ম গোএ নির্বিশেষে, সকলের উপস্থিতি আষা করেছেন কমিটির সকল ব্যাক্তিদ্বয় যেন, সকলে মিলে মিশে অতিতের জরাজীর্ণ বিগত দিনগুলো বিস্বর্জন দিয়ে, হিংসা বিদ্বেষ ভূলে নতুনের আলোক সন্ধানে অগ্রসর হতে পারেন এটাই হিন্দূ সমপ্রদায়ের সকলের একমাএ প্রত্যয়।
পূজো পালনের সময় কে তারা এভাবে প্রকাশ করে জানান ০৫ দিন এর কর্মসূচি হলো (শ্রী শ্রী দূর্গা পূজার সময় নির্ঘন্ট) পূজোর প্রথম দিন শুরু হয় # ষষ্ঠিঃ ২৮ আশ্বিন (১৫ অক্টোবর,২০১৮) সোমবার ষষ্ঠি তিথি দং ০৮/১৭/১৬ ঘঃ ০৯/২৫/৫৭ পর্যন্ত।
# সপ্তমীঃ ২৯ আশ্বিন (১৬ অক্টোবর, ২০১৮) মঙ্গলবার সপ্তমী তিথি দং ১২/১৫/১২ ঘঃ ১১/০/৫৬ পর্যন্ত।
# অষ্টমীঃ ৩০ আশ্বিন (১৭ অক্টোবর, ২০১৮) বুধবার অষ্টমী তিথি দং ১৭/০১/ ০৭ ঘঃ ১২/৫৫/৫৯ পর্যন্ত।
# নবমীঃ ৩১ আশ্বিন (১৮ অক্টোবর, ২০১৮) বৃহস্পতিবার দং ২২/১৩/৩০ ঘঃ ০৩/০১/১৩ পর্যন্ত শ্রী শ্রী দূর্গা মহানবমী।
# দশমীঃ ০১লা কার্তিক (১৯ অক্টোবর, ২০১৮) শুক্রবার দশমী তিথি দং ২৭/২৫/১০ ঘঃ ০৫/০৬/২২ পর্যন্ত শ্রী শ্রী বিজয়া দশমী।
এছারা ও রয়েছে পূজান্তে প্রসাদ বিতরণ এবং সর্বশেষ দশমী শেষে দেবীর ঘোটকে আগমন, ও দোলায় গমন। সরকার নির্দেশনায় প্রতিটি জেলার পুলিশ সুপার মহোদ্বয় এর ব্যাবস্থাপনায় সকল জেলা ও উপজেলা পর্যায়ের পূজো মন্ডব গুলো কে ঘেরে রয়েছে, আইন সৃঙ্খলা বাহিনীর করা নজরদারী ও সি সি ক্যামেরা ফুটেজ এর মাধ্যমে ও রয়েছে, উন্নত নির্বিঘ্ন পূজো পালনের সকল ব্যাবস্থাপনা।