সব

ঝিনাইদহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ফেন্সিডিলসহ আটক ২

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Wednesday 17th October 2018at 9:50 pm
117 Views

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ ঝিনাইদহ শহরের চাকলা ও খানব্রীকস ইটভাটার সামনে থেকে আলাদা অভিয়ান চালিয়ে ফেন্সিডিলসহ ২জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

বুধবার বিকেলে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো-চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার দক্ষিণ চাঁদপুর গ্রামের মৃত জনাব আলীর স্ত্রী সাবেদা খাতুন (৩৫) ও ঝিনাইদহ শহরের চাকলাপাড়া এলাকার মৃত কিনারাম দাসের ছেলে বাবু দাস (৪০)।

ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের ওসি আবুল খায়ের জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে শহরের চাকলাপাড়া এলাকায় মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে এসআই সেলিম রেজা, পিএসআই আব্দুল আলিম ও এএস আই ওবাইদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ২১ বোতল ফেন্সিডিলসহ বাবুদাসকে আটক করে।

অপর একটি অভিযানে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের খানব্রীকস ইটভাটার সামনে থেকে ২০ বোতল ফেন্সিডিলসহ সবেদা খাতুনকে আটক করে।

এ ঘটনায় থানায় মামলা হয়েছে।


সর্বশেষ খবর