শাহবাগে ‘অবস্থান’ কর্মসূচি ঘোষণা সাধারণ ছাত্র পরিষদের
AUTHOR: Primenews24bd Desk
POSTED: Thursday 18th October 2018at 11:30 am
FILED AS: বাংলাদেশ
109 Views
স্টাফ রিপোর্টারঃ সরকারি ও বেসরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩৫ বছরে উন্নীত করার লক্ষ্যে বৃহষ্পতিবার সকাল ১১.৩০ থেকে শাহবাগ জাতীয় যাদুঘরের সামনে ‘অবস্থান’ কর্মসূচি পালন করবে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি পালিত হবে বলে জানান তারা।
বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের পক্ষ হতে জানানো হয়, এর আগে সরকারি ও বেসরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা সাধারণ ছাত্র-ছাত্রীদের ৩০ থেকে বাড়িয়ে নূন্যতম ৩৫ বছরে উন্নীত করার লক্ষ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে তিনবার সুপারিশ করা হয়।
তা স্বত্তেও বাস্তবায়নের কোন লক্ষণ নেই। তাই এই দাবি দ্রুত বাস্তবায়ন হবার লক্ষ্যে কাল থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত ‘অবস্থান’ কর্মসূচি অব্যহত থাকবে বলে জানান তারা।